প্রকাশিত: Sat, Jun 1, 2024 3:46 PM
আপডেট: Tue, Jul 1, 2025 5:23 PM

দেশে অস্ট্রেলিয়ার মতো একটি রয়েল কমিশন এখন সময়ের দাবি

ফজলুল বারী

অস্ট্রেলিয়ার দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিষ্ঠানটির নাম রয়েল কমিশন। এটি এমন ক্ষমতাধর যে কাউকে জবাবদিহির জন্য ডেকে পাঠায়। বেতন কার কত বাজারমূল্য অনুসারে কম কী না তা নিয়েও শুনানি করে রয়েল কমিশন। বেতন কার কত বাড়াতে হবে কাউকে ঠকানো হলে ক্ষতিপূরণসহ কত পরিশোধ করতে হবে তা সুপারিশও করে এই সংস্থা। কর্মীদের প্রয়োজনীয় সময় ক্ষতিপূরণ না দিয়ে কোন কোম্পানি বা নিয়োগ সংস্থা কোন পদক্ষেপ নিতে পারবেননা। প্রধানমন্ত্রী সহ যে কেউ এটিকে ভয় পেয়ে চলেন যা যখন সুপারিশ আসে তা আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নেন। 

বাংলাদেশের বিদ্যুৎ গ্যাস টেলিফোন সহ যত ইউলিটি সার্ভিস এরা গ্রাহকদের নিত্য যেভাবে ঠকায় প্রতারনা করে এমন একটি রয়েল কমিশন হলে সবাই স্বস্তির নিশ্বাস ফেলতেন। ওয়াজের নামে বাংলাদেশের অনলাইন অফলাইনে যতো অরাজকতা, অস্ট্রেলিয়ার রয়েল কমিশনের আওতার বাইরে এদের কেউ নন। বাংলাদেশেও এমন একটি রয়েল কমিশন এখন সময়ের দাবি। লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ২৯-৫-২৪। ফেসবুক থেকে